Pages

Subscribe:

Ads 468x60px

Labels

VOTE SUNDARBON WRITE Post By DJ Suvo,

VOTE SUNDARBON WRITE SB & SEND an sms to 16333
July,17,2011
To vote SUNDARBON write SB & send an sms to 16333;
This process is applicable for GP,TELETALK & ROBI till now

সুন্দরবনকে SMS এর মাধ্যমে ভোট দিতে পারেন খুব সহজে । শুধু SB টাইপ করুন এবং সেন্ড করুন 16333 নাম্বারে । চার্জ 2 টাকা /SMS ।

আসুন দেশের জন্য ১ মিনিট ব্যয় করে ভোট সহজ উপায়ে(একটু ভিন্ন পথে) দেই । সুন্দরবন কে ভোট দেই ।
আসুন দেশপ্রেমিক গণ , আমি আপনাদের যত উপায়ে ভোট দেওয়া যায় তার বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব । বাংলাদেশ থেকে মোবাইল এর মাধ্যমে আর ইন্টারনেট এর মাধ্যমে ।
০১. বাংলাদেশ থেকে এস এম এস এর মাধ্যমে ।
সবার ই একাধিক সিম আছে । একটু কষ্ট করে দিন না কয়েকটা ভোট ।
সুন্দরবনকে SMS এর মাধ্যমে ভোট দিতে পারেন খুব সহজে । শুধু SB টাইপ করুন এবং সেন্ড করুন 16333 নাম্বারে । চার্জ 2 টাকা /SMS । আসুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাই
ফোন কলের মাধ্যমে (যে কোন দেশ থেকে)ঃ
যুক্তরাষ্ট্রের/ ইন্টারন্যাশনাল যে কোন ফোন থেকে, যে কোন সিটি থেকে আগ্রহীরা আন্তর্জাতিক ফোন নম্বর +৪৪ ৮৭ ২১৮ ৪০০ ০৭ অথবা +৪৪ ২০ ৩৩৪ ৭০৯ ০১ ডায়াল করলে নিউ সেভেন ওয়াল্ডার্স অব নেচার ভোটিং লাইনের সাথে ফোন লাইন সংযুক্ত হয়ে যাবে। সুন্দরবনের কোড হচ্ছে ৭৭২৪ (সেভেন সেভেন টু ফোর)।
ইমেইল এর মাধ্যমেঃ
০৩.ইন্টারনেটের মাধ্যমে যেভাবে ভোট দিবেনঃ
ওয়েব পেজ www.new7wonders.com এ প্রবেশ করুন।Vote Now for the new7wonders of Nature আইকনটিতে click করুন।
Step-1: ২৮টি finalist থেকে ৭টি স্থানকে মনোনীত করুন।
Step-2: এ আপনার ব্যাক্তিগত তথ্যাদি প্রদান করতঃ Register করুন।
ভোট প্রদান নিশ্চিত করতে আপনার ই-মেইল একাউন্ট লগইন করে info@new7wonders.com থেকে প্রেরিত link এ ক্লিক করুন।
এরপর আপনি voting confirmed message পাবেন।
সতর্কতাঃ

১। আপনাকে ৭টা ভোট দিতে হবে । তাই সুন্দরবন কে ভোট দিয়ে বাকি ৬টা ভোট এমন ভাবে দিন যে গুলা সিরিয়াল এ পিছিয়ে আছে ।

০২. ভুলেও আম্যাজান , নাগ্রা , চীন দেশের কোন কিছুকে ভোট দিবেন না ।

০৩. একবারে এক আইপি দিয়ে ১০টার বেশী ভোট দিবেন না । প্রইয়জনে কিছুক্ষন পর পর ভোট দিন ।

Sundarban- The Beautiful Forest of Bangladesh‏....

সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ। অববাহিকার সমুদ্রমূখী সীমানা এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত । ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ একই নিরবচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিতে ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় পার্ক নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ । বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়।

আন্তর্জাতিক ফোনের মাধ্যমে ভোট প্রদান:
Dial one of these international numbers:


    * +23 9220 1055
    * +1 869 760 5990
    * +1 649 339 8080
    * +44 758 900 1290

After the tone insert 7724 - which counts as one vote for Sundarbans in the Official New7Wonders of Nature.
For more information on voting for Sundarbans by international telephone, please click here.


সুন্দরবন কে ভোট দেয়ার শেষ সময় আগামি ১০ ই নভেম্বর।

 আসুন আমরা সবাই মিলে সুন্দরবন কে ভোট দেই। এই খবর টি সবাই কে জানাই।



.